বাড়ির সামনে গুলি চালনার ঘটনা নিয়ে মুখ খুললেন সলমন খান। তিনি বলেছেন তাঁক এবং তাঁর পরিবারকে খুন করতে চাইছে লরেন্স বৈষ্ণো গ্যাং। মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চকে এমনই বয়ান দিয়েছেন তিনি। চার্জ শিটে সলমন খানের সেই বয়ানও দিয়েছেন তিনি।
ইতিমধ্যেই সেই ঘটনায় ১৭৩৫ পাতার চার্জশিট তৈরি করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। সেই চার্জশিটে সলমন খানের বয়ানও উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সেকারণে তিনি তাঁর পরিবার এবং আত্মীয় পরিজনকে এই ঘটনার পর সতর্ক থাকতে বলেছিলেন।
গত ১৪ এপ্রিল একেবারে কাকভোরে সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। যারা গুলি চালিয়েছিল তাদের গ্রেফতার করেছে পুলিশ। সেদিনের ঘটনা শেয়ার করে সলমন খান বলেছিলেন ভোর ৪টে ৫৫ মিনিট নাগাদ তিনি তাঁর বাড়ির সামনে পটকা ফাটার মতো শব্দ শুনতে পান। পুলিশের বডিগার্ড দুজন জানিয়েছিল যে ২ জন মোটর সাইকেলে করে এসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোর লক্ষ্য করে গুলি চালিয়েছে। এটা তাঁকে অবং তাঁর পরিবারকে টার্গেট করে চালানো হয়েছিল বলে পুলিশকে বয়ানে জানিয়েছেন সলমন খান। তিনি আরও বলেছেন যে সোশ্যাল মিডিয়া থেকে তিনি জানতে পেরেছিলেন যে লরেন্স বিষ্ণোই গ্যাং এই গুলি চালানোর ঘটনার দায় স্বীকার করেছিল। তাই তারাই তার বাড়ির বারান্দা লক্ষ্য করে গুলি চালিয়েছিল।
সলমন খান পুলিশকে আরও জানিয়েছেন ফেসবুক পোস্ট থেকে তিনি জানতে পেরেছিলেন লরেন্স বিষ্ণোই এবং তাঁর ভাই অনমোল বিষ্ণোই এই হামলার দায় স্বীকার করেছিলেন। এর আগেও একটি ইন্টারভিউতে লরেন্স বিষ্ণোই তাঁকে এবং তাঁর পরিবারকে হত্যা করতে চান বলে জানিয়েছিলেন।
সলমন খান এবং তাঁর ভাই আরবাজ খানের বয়ান রেকর্ড করেছে পুলিশ। প্রায় ৪ ঘণ্টা ধরে তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।
সোর্সঃ ওয়ান ইন্ডিয়া