আপনি যদি ন্যাভরেন্ট এর কোন অ্যাপ থেকে লেনদেন করতে চান অথবা টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই ন্যাভরেন্ট এর আর্নিং ডিবি তে রেজিস্টার করতে হবে। বর্তমানে ন্যাভরেন্ট এর দুটি অ্যাপ থেকে আর্নিং ডিবিতে রেজিস্টার করে সেখান থেকে টাস্ক কমপ্লিট করে আয় করা যাচ্ছে, আমরা এখন এই দুটি অ্যাপে কিভাবে আর্নিং ডিবিতে রেজিস্টার করতে হয় সেটা দেখবো।
ধাপ ১ঃ অ্যাপ ইনস্টলেশন
প্লে স্টোর থেকে QuiStudy এবং T-247 লিখে সার্চ করে নাম এবং লগো দেখে অ্যাপ দুটি ইন্সটল করে নিন।
ধাপ ২ঃ অ্যাপে একাউন্ট লগিন
অ্যাপ দুটি ইন্সটল হওয়ার পরে অ্যাপ দুটিকে ওপেন করলে আপনাকে লগিন স্ক্রিনে নিয়ে যাবে যেখানে আপনাকে লগিন করতে বলা হবে। এরপর “CONTINUE WITH GOOGLE.” বাটনে ক্লিক করতে হবে যেখানে আপনাকে আপনার মেইল-একাউন্টস গুলো দেখাবে। আপনার যদি আগের কোন একাউন্ট থাকে তাহলে সে একাউন্ট-টির জন্য যে মেইল-টি ব্যবহার করেছিলেন সে মেইল-টিতে ক্লিক করবেন তাহলে আপনার পুরাতন একাউন্টে লগিন হয়ে যাবে। অন্যথায়, আপনার কোন একটি মেইলে ক্লিক করলে আপনার নতুন একটি একাউন্ট তৈরি হয়ে যাবে।
ধাপ ৩ঃ আর্নিং ডিবিতে রেজিস্ট্রেশন
অ্যাপে লগিন করার পরে আপনাকে অ্যাপ গুলোর হোম স্ক্রিনে নিয়ে যাবে যেখানে আপনাকে হোম এবং প্রোফাইল সেকশনের EARNING DB নামের বাটনটি-তে ক্লিক করতে হবে। এরপর আপনার কাছে রেজিস্ট্রেশন করার জন্য রেফারেল কোড চাইলে আপনার কাছে যদি কোন রেফারেল কোড থাকে তাহলে সেটি রেফারেল কোড বক্সে বসাবেন। অন্যথায়, “I DON’T HAVE A REFERRAL CODE” নামের চেক বক্সটি-তে ক্লিক করে “CONTINUE” বাটনে ক্লিক করবেন।
ব্যাস, একটু অপেক্ষা করলে আপনার একাউন্টের সাথে ন্যাভরেন্ট-এর আর্নিং ডিবি কানেক্ট হয়ে যাবে যেখান থেকে আপনি খুব সহজেই অ্যাপ গুলোতে লেন-দেন এবং আনলিমিটেড টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারবেন।
এবং ন্যাভরেন্ট এর 1 NR কয়েন সমান 100 BDT যেটা একদম কন্সট্যান্ট।
আর্নিং ডিবি এর রেফারেল পলিসি
চলমান কমিশনঃ আপনার রেফার করা ইউজার গুলোর প্রতিটি টাস্ক কমপ্লিটের জন্য ১% থেকে ৫% এবং তারা যতবার তাদের আর্নিং উইথড্র করবে ততবার আপনি তাদের টোটাল উইথড্র করা এমাউন্ট থেকে ১% এর কমিশন পাবেন।
সহজ শেয়ারিংঃ আপনার রেফার কোডটি আপনার বন্ধুদের শেয়ার করুন এবং যখন তারা EARNING DB তে রেজিষ্টার করবে তখন তাদেরকে আপনার রেফার কোড দিয়ে রেজিষ্টার করতে বলুন।
সীমাহীন আয়ঃ রেফারেল থেকে ইনকামের কোন লিমিট নাই। আপনি যত রেফার করবেন আপনার তত বেশি ইনকাম হবে।